উত্তর আমেরিকা

পৃথিবীর একটি মহাদেশের নাম। এই মহাদেশের
উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ-পূর্বে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয়ান সাগর।

উত্তর আমেরিকার মোট আয়তন ২৪,৭০৯,০০০ বর্গ কি.মি. (৯,৫৪০,০০০ বর্গ মাইল)। আয়তনের দিক থেকে উত্তর আমেরিকা এশিয়া ও আফ্রিকার পরে তৃতীয় বৃহত্তম মহাদেশ। এই মহাদেশের দেশগুলো হলো- কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, গ্রিনল্যান্ড, বারমুডা এবং সেন্ট প্যারি ও ম্যাকুইলন।