নাটুফিয়ান সভ্যতা
Natufian culture

বৃহত্তর প্যালেস্টাইন অঞ্চলের বিকশিত একটি প্রাচীন সভ্যতা। এশিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের লেভান্ট অঞ্চলে বিকশিত প্রাচীন সভ্যতা। ধারণা করা হয়, ১২,০০০ থেকে ৯,৫৫০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই সভ্যতার প্রাথমিক অধ্যায়ের বিকাশ ঘটেছিল। এই সভ্যতাকে বিবেচনা করা হয়- প্রাক্-প্রস্তরযুগ-সভ্যতা হিসেবে। সম্ভবত এরা ছিল বর্তমান প্যালেস্টাইন অঞ্চলের জেরিকা সভ্যতার আদি মানবগোষ্ঠী।

এই অঞ্চলের প্রত্নতাত্ত্বিক গবেষণার সূত্রে জানা যায় জানা যায় যে, ১২,৫০০ থেকে ১০,০০০
খ্রিষ্টপূর্বাব্দের দিকে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে একদল শিকারী মানবগোষ্ঠী বসবাস শুরু করেছিল। এর দক্ষিণে ছিল জুদাহ সাম্রাজ্য, মোয়াব সাম্রাজ্য এবং মৃত সাগর, পূর্বে ছিল আম্মান সাম্রাজ্য।
 ৯৬০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে বরফযুগ শেষ হয়ে গেলে সেকালের প্যালেস্ট্যান অঞ্চল বেশ উষ্ণ হয়ে উঠেছিল।  ৯০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে  জেরিকো অঞ্চলে কিছু মানুষ স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছিল। এর ভিতর দিয়ে জেরিকা সভ্যতার শুরু হয়েছিল।

নাটুফিয়ান সভ্যতার জনগোষ্ঠী হয়তো আদিম কৃষিকাজ আয়ত্ব করতে সক্ষম হয়েছিল। এরা রুটি প্রস্তুত করার কৌশল জানতো। ২০১৮ খ্রিষ্টাব্দে এই অঞ্চলের অন্তর্গত উত্তর-পূর্ব জর্ডানের হারেত আল-শ্যাম অঞ্চল থেকে পাওয়া গেছে পৃথিবীর প্রাচীনতম রুটি।

এরা কৃষিকাজ ছাড়াও পশু শিকারে পারদর্শী ছিল। বিশেষ করে গ্যাজেল জাতীয় পশু শিকার করতো মাংসের জন্য। সম্ভবত আধুনিক সেমেটিক মানুষের এরা পূর্বপুরুষ ছিল।


এরা কাদামাটির ইট তৈরি করার কৌশল আয়ত্ত করেছিল। আগুনে পুড়িয়ে পশুর মাংস আহার করতো। তবে পাত্র তৈরি করার কৌশল তখনও আয়ত্ত করতে পারে নি।

১৯৩০ খ্রিষ্টাব্দের ব্রিটিশ গবেষক
Dorothy Annie Elizabeth Garrod জর্ডন নদীর পশ্চীম পারের জুডায়িয়ান পাহাড়ের শুকবা গুহা থেকে এই সভ্যতার নমুনা আবিষ্কার করেন। ধারণা করা হয়, এই সভ্যতার প্রাথমিক বিকাশ ঘটেছিল ১২,০০০-১০,৮০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে। এর দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ের বিকাশ ঘটেছিল ১০,৮০০ থেকে ৯,৫০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ।
 

সূত্র: