ইয়েনিসেই নদী
রুশ: Енисе́й, Yenisey,
মোঙ্গোলীয়: Gorlog
ইংরেজি : Yenisei, Yenisei River, Yenisey, Yenisey River

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের নদী। রাশিয়ার সাইবেরিয়ার অঞ্চলের তিনটি প্রধান নদীর মধ্যে একে কেন্দ্রীয় নদী হিসেবে বিবেচনা করা হয়।

এই
নদীটি মঙ্গোলিয়া সীমান্তের পার্বত্য এলাকা থেকে উৎপন্ন হয়ে উত্তরমুখে প্রবাহিত হয়েছে।  বৈকাল হ্রদ থেকে উৎপন্ন আঙ্গারা নামক অপর একটি উত্তর দিকে প্রবাহিত হয়ে, পরে বাম দিকে ঘুরে ইয়েনিসেই নদীতে পতিত হয়েছে। পরে উভয় নদীর মিলিত স্রোত ইয়েনিসেই নামে কারা সাগরে পতিত হয়েছে। এ এর সর্বোচ্চ গভীরতা ২৪ মিটার (৮০ ফুট)। তবে গড় গভীরতা ১৪ মিটার (৪৫ মিটার)। এর দৈর্ঘ্য ৩,৪৮৭ কিলোমিটার (২,১৬৭ মাইল)।