জর্ডন নদী
মধ্যপ্রাচ্যের একটি নদী। নদীটির পূর্ব সীমান্তে রয়েছে জর্ডান ও গোলান মালভূমি এবং পশ্চিম সীমান্তে রয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর ও ইসরায়েল।  নদীটির দৈর্ঘ্য ২২৩ মাইল (৩৬০ কিলোমিটার।  

হারমন পর্বতের দক্ষিণ ও পশ্চিম ঢালে অবস্থিত তিনটি প্রধান ঝরনার সঙ্গমস্থল থেকে এই নদীটি সৃষ্টি হয়েছে। এই ঝর্না তিনটির নাম-  ড্যান,  হাসবানি (হিব্রু, নাহাল সেনির ) এবং বানিয়াস (হিব্রু, নাহাল হারমন )। এই তিনটি ঝর্নাধারা লেবানন -ইসরায়েল সীমান্তের প্রায় ৪ মাইল দক্ষিণে একত্রিত হয়েছে।

ঊর্ধ্ব জর্ডান নদী হুলা উপত্যকার মধ্য দিয়ে দ্রুত প্রবাহিত হয়ে হুলাহ্রদে প্রবেশ করেছে। এই প্রবাহিত পথে বেশ কিছু ঝরনা যুক্ত হয়েছে এর সাথে। বিশেষ করে ওয়াদি বারায়ঘিত (হিব্রু, নাহাল আইয়ন) এর সাথে যুক্ত হওয়ার ফলে জলপ্রবাহের পরিমাণ বৃদ্ধি করেছে।  এরপর নদীটি ফিলিস্তিনের একটি স্বাদু পানির হ্রদ হিসেবে খ্যাত গালিল সাগরের উত্তর তীর থেকে দক্ষিণদিকে প্রবাহিত হয়ে মৃত সাগরে গিয়ে পতিত হয়েছে।

গ্যালিলি সাগরের উত্তর তীর বরবার অগ্রসর হয়েছে। এই সময় এই নদীর সাথে কিছু উপনদী যুক্ত হয়েছে। এই উপনদীগুলোর ভিতরে উল্লেখ্যযোগ্য হলো ইয়ারমুক। এরপর দুটি উপনদী এ্ নদীতে পতিত হয়েছে। এর ডান দিকে যুক্ত হয়েছে হরদ নদী এবং বাম দিকে যুক্ত হয়েছে ইয়াবিস। এরপর নদীটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মৃতসাগরে পতিত হয়েছে।

১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৫ মে-তে ইসরায়েল সিরিয়া আক্রমণ করে। উভয় দেশের যুদ্ধের পর, ইস্রাইল গালিল সাগরের তীরবর্তী অঞ্চল দখল করে নেয়। ১৯৪৯ খ্রিষ্টাব্দে উভয় দেশের মধ্যে চুক্তি অনুসারে সিরিয়া গালল সাগরের উত্তর-পূর্ব তীরের অধিকার পায়।