এ্যাকোরুনা
স্প্যানিশ La Coruña
ইংরেজি
:
acoruna

উত্তর-পশ্চিম
স্পেনের আটলান্টিক সমুদ্রে অবস্থিত একটি বন্দরনগরী। এর ভৌগলিক অবস্থান : ৪৩.৩৭১৪৯১ ডিগ্রি উত্তর, ৮.৩৯৫৯৭০ ডিগ্রি উত্তর। আয়তন ৩৭ বর্গ কিলোমিটার (১৪ বর্গ মাইল)।

বর্তমানে এই শহরে গ্যালিসিয়া মিউনিসিপ্যালটির সদর দপ্তর অবস্থিত। স্বায়ত্তস্বাশিত অঞ্চলসমূহের ভিতর এটি দ্বিতীয় বৃহত্তম নগর এবং সমগ্র স্পেনের ভিতরে সপ্তম বৃহত্তর নগর। বর্তমানে এটি স্পেনের একটি বৃহৎ সামুদ্রিক মৎস্যায়ন (মাছ ধরার ও প্রক্রিয়াজাতকরণ) কেন্দ্র। এছাড়া স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হিসাবেও ব্যবহৃত হয়। ২০খ্রিষ্টাব্দের হিসাব অনুসারে এর লোক সংখ্যা ছিল ২,৪৬,০২৮ জন।

 প্রাচীনকালে এই বন্দরটি স্পেনের কর্ডোবা (Cordoba) প্রদেশের অংশ ছিল। এই বন্দর থেকে ১৫৮৮ খ্রিষ্টাব্দ স্পেনের যুদ্ধজাহাজ আর্মাডা (Armada) ইংল্যাণ্ডে প্রেরিত হয়েছিল।


 

তথ্যসূত্র :
http://www.google.com/search?hl=en&site=&source=hp&q=acoruna