৫০ কোটি ৪০ লক্ষ বৎসর আগের ভূভাগ |
প্যান্নোশিয়া (Pannotia)
প্রাচীন পৃথিবীর একটি মহা-মহাদেশ।
এর অপর নাম ভেনডিয়ান মহা-মহাদেশ
(Vendian
supercontinent)। ১৯৯৭
খ্রিষ্টাব্দে W. D. Dalziel
সর্বপ্রথম এই
মহা-মহাদেশ সম্পর্কে ব্যাখ্যা দেন।
প্রায় ৬৩ কোটি ৫০ লক্ষ বৎসর রোডিনা মহা-মহাদেশ
অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
এই মহা-মহাদেশটি প্রাথমকিভাবে
তিনটি ভাগে বিভাজিত হয়েছিল। এই ভাগ তিনটি হলো
—
প্রোটো লাউরাসিয়া (Proto-Laurasia),
প্রোটো-গণ্ডোওয়ানা (Proto-Gondwana)
এবং ক্ষুদ্রাকার কঙ্গো ক্রেটন। প্রোটো লাউরাসিয়া দক্ষিণ মেরুর দিকে ঘুরে যায়।
পক্ষান্তরে এর উল্টোদিকে ঘুরে
প্রোটো-গণ্ডোওয়ানা।
৬০ কোটি বৎসর আগে কঙ্গো ক্রেটন এই দুটি মহা-মহাদেশের মধ্যস্থলে চলে আসে। সব মিলিয়ে তৈরি হয় এইটি বৃহৎ মহা-মহাদেশটি। এর দক্ষিণে ছিল প্রোটো লাউরাসিয়া, মাঝে ছিল কঙ্গো ক্রেটন এবং উত্তর গোলার্ধ বরাবর ছিল প্রোটো-গণ্ডোওয়ানা। শুরুর দিকে এর আকৃতি ছিল ইংরেজি ভি বর্ণের মতো।
প্যান্নোশিয়া খুব বেশিদিন স্থায়ী ছিল না। ৫০ কোটি ৪০ লক্ষ বৎসর আগে এই মহা-মহাদেশ ভেঙে যায় এবং ভূখণ্ডগুলো নতুনভাবে সজ্জিত হয়ে চারটি প্রধান মহা-মহাদেশে পরিণত হয়। এই মহাদেশগুলো হলো— লাউরেনশিয়া (Laurentia), বাল্টিকা (Baltica), সাইবেরিয়া (Siberia) এবং গণ্ডোওয়ানা (Gondwana)।