নাইস
Gneiss

ভূগর্ভস্থ রূপান্তরিত আগ্নেয় শিলা বিশেষ। জার্মান Gneis শব্দ থেকে ইংরেজিতে গৃহীত হয়েছে Gneiss
ম্যাগমা প্রবাহে নানা ধরেনের পদার্থ মিশ্র দশায় থাকে। ম্যাগমা শীতল হওয়ার সময় এর কিছু কিছু কেলাসিত হয়ে পড়ে। এ সকল পদার্থে ভিতরে গ্রানাইড শিলা রূপান্তরিত হয়ে নাইস শিলায় পরিণত হয়। জমাটবা বাঁধা ম্যাগমার সূত্রে নাইস স্তূপাকারে সঞ্চিত হয়। এর বর্ণ ধূসর সাদা বা কালচে হয়ে থাকে। তবে ফেলসপার, কোয়ার্টজ, বায়োটাইট, হর্নব্লেন্ড, অভ্র ইত্যাদি খনিজ এর ক্ণা থাকার কারণে নাইসের সমান্তরাল স্তর তৈরি করে।