কৃত্রিম উপগ্রহ থেকে গৃহীত ছবির সূত্রে মানস সরোবরের অবস্থান। এই মানচিত্রে হ্রদটিকে Mapam Yumco নামে উল্লেখ করা হয়েছে।

মানস সরোবর
সংস্কৃত
मानस सरोवर>বাংলা মানস সরোবর।
ইংরেজি :
Lake Manassarovar (Manas Sarovar; Lake Manas; Mapam Yumco; Ma-fan Hu; Mapham)

হিমালয় পর্বতমালায় অবস্থিত বিখ্যাত মিষ্টি পানির হ্রদ। হিন্দু পৌরাণিক কাহিনি মতে ব্রহ্মার মন থেকে এই সরোবর উৎপন্ন হয়েছিল।

হিমালয় পর্বতমালার চীনের স্বায়ত্তশাসিত তিব্বতে এই হ্রদটি অবস্থিত। হ্রদটি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৯৪০ কিলোমিটার (৫৮০ মাইল) দূরে দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। এর উত্তর দিকে রয়েছে কৈলাস পর্বত আর পূর্বদিকে রয়েছে রাক্ষসতল হ্রদ।
এর ভৌগোলিক অবস্থান ৩০° ৪০′ ২৫.৬৮″ উত্তর,  ৮১° ২৮′ ৭.৯″ পূর্ব। এর পৃষ্ঠতলীয় আয়তন ৪১০ বর্গকিলোমিটার (১৬০ বর্গ মাইল)। গড় গভীরতা ৯০ মিটার (৩০০ ফুট), পৃষ্ঠতলীয় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৫৯০ মিটার (১৫,০৬০ ফুট) । হ্রদটি প্রায় গোলকার। এর বৃত্তের পরিধি প্রায় ৮৮ কিলোমিটার।

মানস সরোবরের উত্তর দিকের কৈলাস পর্বত। দুই পাশের পাহাড়ে বরফ না জমলেও কৈলাসে প্রচুর বরফ জমে থাকে।

কৈলাশ পর্বতমালার উচ্চতর অঞ্চল থেকে প্রবাহিত পানি মানস সরোবরে এসে জমা হয়। শীতকালে মানস সরোবরের পানি জমে এক বিরাট বরফখণ্ডে পরিণত হয়। বসন্তকালে বরফ গলে মানস সরোবর আবার স্বচ্ছ নীল জলের হ্রদে পরিণত হয়। এই হ্রদকে বহু নদীর সূতিকাগার বলা হয়। এই সরোবর থেকে উৎপন্ন উল্লেখযোগ্য নদীগুলো হলো ব্রহ্মপুত্র এবং সিন্ধু।

বৌদ্ধধর্মাবলম্বী এবং হিন্দুধর্মাবলম্বীদের কাছে এই সরোবর অত্যন্ত পবিত্র হ্রদ। তিব্বত, নেপাল, ভারত থেকে তীর্থযাত্রীরা এই সরোবর পরিদর্শন করেন। তীর্থযাত্রীরা মনে করেন এই সরোবর দর্শন করলে বা এতে স্নান করলে নানারূপ আধ্যাত্মিক ফল লাভ।

হ্রদের তীরে তীর্থযাত্রীদের জন্য রয়েছে অবকাশযাপন শিবির বা মঠ, চমৎকার পর্বতগুহা ও সুন্দর দর্শনীয় বস্তু। মঠগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রাচীন চিউ গোমপা মঠ। পাহাড়ের ঢালে অবস্থিত এ মঠ দেখলে মনে হয় যেন পাথর কেটে তৈরি করা হয়েছে। মানস সরোবরের আবহাওয়া সব সময় অনিশ্চিত। হয়ত এখন কাঠফাটা রোদ উঠছে। পরমুহূর্তে দেখা যাবে শিলাবৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে।


তথ্যসূত্র:
http://en.wikipedia.org/wiki/Lake_Manassarovar