মণিক
mineral

প্রাকৃতিকভাবে গঠিত এবং সুনির্দিষ্ট রাসায়নিক গঠনবিশিষ্ট অজৈব কঠিন পদার্থকে মণিক বলা হয়। এক বা একাধিক মৌলিক পদার্থের সংমিশ্রণে প্রাকৃতিকভাবে মণিক উৎপন্ন হয়। এই কারণে মণিককে বলা হয় প্রাকৃতিক সম্পদ। একই কারণে গবেষণাগারে বা কোনো কারখানায় উৎপন্ন করলে, তাকে বলা হয় কৃত্রিম মণিক। যেমন কৃত্রিম হীরক।

মণিক কঠিন বস্তু, তাই এর আকার আছে। কিন্তু সকল মণিকের আকার একই রকমের হয় না। তাই মণিককে চূর্ণ-বিচূর্ণ করা যায়, কিন্তু এর উপাদানকে বিশ্লেষিত করা যায় না। যেমন এক টুকরা পাথরকে ভেঙে যদি অতি ক্ষুদ্রকণায়  পরিণত করা যায়, তাহলেও এর উপাদান হিসেবে মৌলিক উপাদান পাওয়া যায় না। যেমন ক্যালিশিয়াম কার্বনেট একটি মণিক। এর অতি ক্ষুদ্রাংশ যতক্ষণ (
CaCO3 )হিসেবে থাকবে, ততক্ষণ তার পরিচয় মণিক হিসেবেই থাকবে।

প্রতিটি সরল মণিকের রয়েছে নিজস্ব রাসায়নিক গঠন বিন্যাস। যেমন- ক্যালিশিয়াম কার্বনেট (
CaCO3 ), সিলিকন ডাই-অক্সাইড (Si O2 )।