অ (টচ্)
ই প্রত্যয়ের ট এবং চ বর্ণ দুটি ইত্ হয় এবং অ বর্ণ ধাতুর সাথে যুক্ত হয়। রাজন্ (রাজা), অহঃ, সখি (সখা) -এই জাতীয় কয়েকটি শব্দের ক্ষেত্রে সমাসান্তে অ (টচ্) প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন-

মহারাজ = মহান যে রাজা/কর্মধারয় সমাসান্তে অ (টচ্)।

এরূপ- ধর্মরাজ, বিবুধসখ ইত্যাদি।