[ট্]
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। প্রচলিত বাংলা ব্যাকরণ ও অভিধানে এই প্রত্যয় বিভিন্ন বানানে উল্লেখ করা হয়েছে। যেমন-
১. ডট্ । [সমগ্র ব্যাকরণ কৌমুদী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডিসেম্বর ২০০৩]
            [সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র। ]
২. অ (ডট্)। [বঙ্গীয় শব্দকোষ। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমি, ২০০১]
৩. অ । [বাঙ্গালা ভাষার অভিধান। জ্ঞানেন্দ্রমোহন ঘোষ। সাহিত্য সংসদ, নভেম্বর ২০০০]

এই গ্রন্থে এই প্রত্যয়কে বঙ্গীয় শব্দকোষের অনুসরণে 'অ (ডট্)' হিসাবে উল্লেখ করা হয়েছে।

এই প্রত্যয় যুক্ত হলে- শব্দের শেষ ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জনবর্ণের সাথের যুক্ত স্বরবর্ণ লোপ পায়।

 

এই প্রত্যয় যে সকল শব্দের সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে, তার তালিকা দেওয়া হলো।  যেমন-
                    দ্বাদশন্ +অ (ডট্)=দ্বাদশ   [ন্ লোপ]
                   বিংশতি +অ (ডট্)=বিংশ   [তি লোপ]