অ (কঞ্)
এই ধাতুর ক্ঞ্ ইত্ হয় এবং অ ধাতুর সাথে যুক্ত হয়। জ্ঞানার্থক দৃশ ধাতুর পরে এই প্রত্যয় যুক্ত হয়ে কর্মবাচক পদ সৃষ্টি করে। যেমন-

(সমান) +√দৃশ্ (দেখা) +অ (কঞ্)। কর্মবাচ্য। =সদৃশ্ (তুল্য)।
এরূপ- ঈদৃশ, কীদৃশ, তাদৃশ, মাদৃশ।