অ (খল্)
এই ধাতুর খল্ ইত্ হয় এবং অ ধাতুর সাথে যুক্ত হয়। সু বা দুঃ উপসর্গযুক্ত ধাতুর পরে অ (খল্) প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ পদ উত্পন্ন করে। যেমন-
সু-√কৃ (করা) +অ (খল্)=সুকর (যা সহজে করা যায়)।
এরূপ-দুর্গম, দুষ্কর, সুগম ইত্যাদি।