অ (টক্)
এই প্রত্যয়ের ট এবং ক বর্ণ দুটি ইত্ হয় এবং অ বর্ণ ধাতুর সাথে যুক্ত হয়। কর্মকারকের পরে উপসর্গহীন গৈ ও পা ধাতুর পরে টক্ প্রত্যয় যুক্ত হয়। যেমন-
সামন (সামবেদ) +√গৈ (গান করা) +অ (টক্)। কর্তৃবাচ্য।=সামগ (সামগানকারী ব্রাহ্মণ)
একইভাবে
√ হন ধাতুর পরে অ (টক্) প্রত্যয় যুক্ত হয়। যেমন- শতঘ্নী, গোঘ্ন ইত্যাদি।