ঊর্ধক্রমবাচক
Hypernym
ভাষাতত্ত্বে শব্দের ঊর্ধ্বস্তরে ধাপ নির্দেশক পারিভাষিক শব্দআক্ষরিক অর্থের বিচারে ঊর্ধ্বক্রম সম্পর্ক অর্থে ঊর্ধ্বক্রমবাচক হলেও. ভাষাত্ত্বে শব্দটির অর্থ দাঁড়ায় ঊর্ধ্বক্রমবাচক শব্দ।

এটি এমন এক বিশেষ ধরনের শব্দ, অর্থের বিচারে যার অধীনে অন্য বহু শব্দ থাকে। ফুল একটি শব্দ। এর অধীনস্থ শব্দগুলো হলো- গোলাপ, পলাশ, শিউলি, বকুল ইত্যাদি ফুলের নাম। এই বিচারে ফুল হবে সকল ফলের ঊর্ধ্বক্রমবাচক  শব্দ। আর ফুলের নামগুলো হবে অধঃক্রমবাচক শব্দ। ইংরেজিতে এর সমার্থক শব্দগুলো হলো- 
Hypernymy, hypernym, superordinate, superordinate word

ভাষায় ব্যবহৃত সকল শব্দের ক্ষেত্রে ঊর্ধ্বক্রমবাচক শব্দ পাওয়া যায় না। পদের বিচারে বিশেষ্য ও বিশেষণ পদের ঊর্ধ্বক্রমবাচক শব্দ পাওয়া যায়। ক্রিয়াপদ ও অব্যয়ের ক্ষেত্রে রে ঊর্ধ্বক্রমবাচক শব্দ হয় না। তবে ক্রিয়াবাচক বিশেষ্যের ক্ষেত্রে  যেমন 'খাওয়া' ঊর্ধ্বক্রমবাচক শব্দ হয়।

ভাষাতত্ত্বে স্বীকার করে নেওয়া হয়, বিশেষ্য ও বিশেষণ পদের শব্দেরই নিজস্ব সত্তা আছে। তাই স্বতন্ত্র অস্তিত্ব আছে এমন ইন্দ্রিয়গ্রাহ্য বা জ্ঞাত বা সিদ্ধান্তকৃত এমন বিষয়কে সত্তা হিসাবে বিবেচনা করা হয়। এই বিষয়বস্তু পঞ্চেন্দ্রিয় (মন ব্যতীত) দিয়ে শনাক্ত হতে পারে বা মন দিয়ে অনুভব করা যেতে পারে। এই বিচারে প্রাথমিক ঊর্ধক্রমবাচক শব্দের সর্বোচ্চ বা প্রাথমিক শব্দ হলো- সত্তা। এই সত্তার অধঃক্রমিক  শব্দ হলো-

এই ভাবে যদি প্রতিটি শব্দের প্রকৃতি অনুসারে যদি স্তরে স্তরে সাজানো যায়, তাহলে একটি অন্তর্ভুক্তির স্তর বিন্যাসের সৃষ্ট হবে। উদাহরণ স্বরূপ নিচে ইংরেজি শব্দজালিকা অনুসারে 'মানুষ' নামক প্রজাতির অন্তর্ভুক্তিসমূহ দেখানো হলো-

homo, man, human being, human –হোমো, মানব, মানবজাতি, মনুষ্য
           => hominid --হোমিনিডি
              => primate – প্রাইমেট
                => placental, placental mammal, eutherian, eutherian mammal অমরাযুক্ত
                   => mammal, mammalian –স্তন্যপায়ী
                      => vertebrate, craniate – মেরুদণ্ডী
                         => chordate কর্ডেট
                            => animal, animate being, beast, brute, creature, fauna প্রাণী
                               => organism, being জীবসত্তা
                                  => living thing, animate thing জীবন্ত বস্তু
                                      => object, physical object দৈহিক লক্ষ্যবস্তু
                                         => physical entity দৈহিক সত্তা
                                             => entity সত্তা