আবির্ভাব
বিশেষ্যজাত নামধাতু। সংস্কৃত আবির্ভাব শব্দ থেকে এই ক্রিয়ামূল উৎপন্ন হয়েছে। এই ক্রিয়ামূলের ভাবগত অর্থ হলো প্রকাশিত হওয়া।

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদ বাংলা কবিতায় ব্যবহৃত হয়যেমন
           
Öআবির্ভাব +ই=আবির্ভাবি।

উদাহরণ: আবির্ভাবি মায়া মহাদেবী প্রভাতে [মেঘনাদবধ কাব্য
মধুসূদন]।