আগা-এগা-আদি গণ
গণ: ১.২.১.২.৫.১.২.২. পূরক গণ: আগা-এগা:
এই গণের অধীনে আগা এবং এগা ক্রিয়ামূল একত্রে ক্রিয়াপদ নির্ধারক আদর্শ সারণী'
ঘর পূরণ করে। এক্ষেত্রে আগা এবং এগা পূরক ক্রিয়ামূল হিসেবে কাজ করে। এই গণের ক্রিয়াপদ তৈরির সূত্রটি নিচে দেওয়া হলো। দেখুন: ক্রিয়ারূপ আগা-এগা

 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ - -ন -ন - -, -স -ই
ঘটমান -চ্ছে -চ্ছেন -চ্ছেন -চ্ছ -চ্ছিস -চ্ছি
পুরাঘটিত আ>ইয়েছে আ>ইিয়েছেন আ>ইয়েছেন আ>ইয়েছ আ>ইয়েছিস আ>ইয়েছি
অনুজ্ঞা -ক -ন -ন -ও -, -স  
অতীত সাধারণ -ল -লেন -লেন -লে -লি -লাম
নিত্যবৃত্ত -ত -তেন -তেন -তে -তি, -তিস -তাম
ঘটমান -চ্ছিল -চ্ছিলেন -চ্ছিলেন -চ্ছিলে -চ্ছিলি -চ্ছিলাম
পুরাঘটিত আ>ইয়েছিল আ>ইয়েছিলেন আ>ইয়েছিলেন আ>ইয়েছিলে আ>ইয়েছিলি আ>ইয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ -বে -বেন -বেন -বে -বি -ব
ঘটমান -তে থাকবে -তে থাকবেন -তে থাকবেন -তে থাকবে -তে থাকবি -তে থাকব
পুরাঘটিত আ>ইয়ে থাকবে আ>ইয়ে থাকবেন আ>ইয়ে থাকবেন আ>ইয়ে থাকবে আ>ইয়ে থাকবি আ>ইয়ে থাকব
অনুজ্ঞা -ইও -বেন -বেন -য়ো -বি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ -য় -ন -ন -ও -স -ই
ঘটমান -ইতেছে -ইতেছেন -ইতেছেন -ইতেছ -ইতেছিস -ইতেছি
পুরাঘটিত -ইয়াছে -ইয়াছেন -ইয়াছেন -ইয়াছ -ইয়াছিস -ইয়াছি
অনুজ্ঞা -ক -ন -ন -ও -/-স  
অতীত সাধারণ -ইল -ইলেন -ইলেন -ইলে -ইলি -ইলাম
নিত্যবৃত্ত -ইত -ইতেন -ইতেন -ইতে -ইতিস -ইতাম
ঘটমান -ইতেছিল -ইতেছিলেন -ইতেছিলেন -ইতেছিলে -ইতেছিলি -ইতেছিলাম
পুরাঘটিত -ইয়াছিল -ইয়াছিলেন -ইয়াছিলেন -ইয়াছিলে -ইয়াছিলি -ইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ -ইবে -ইবেন -ইবেন -ইবে -ইবি -ইব
ঘটমান -ইতে থাকিবে -ইতে থাকিবেন -ইতে থাকিবেন -ইতে থাকিবে -ইতে থাকিবি -ইতে থাকিব
পুরাঘটিত -ইয়া থাকিবে -ইয়া থাকিবেন -ইয়া থাকিবেন -ইয়া থাকিবে -ইয়া থাকিবি -ইয়া থাকিব
অনুজ্ঞা -ই -ইবেন -ইবেন -ইয়ো -ইবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : -ইতে, -ইলে, -ইয়া।          চলিত রীতি :  -তে, -লে, আ>ইয়ে


আগা-এগা ক্রিয়ামূলজাত তালিকা

চলিত রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

আগায়

আগান

আগান

আগাও

আগা, আগাস

আগাই

ঘটমান

আগাচ্ছে

আগাচ্ছেন

আগাচ্ছেন

আগাচ্ছ

আগাচ্ছিস

আগাচ্ছি

পুরাঘটিত

এগিয়েছে

এগিয়েছেন

এগিয়েছেন

এগিয়েছ

এগিয়েছিস

এগিয়েছি

অনুজ্ঞা

আগাক

আগান

আগান

আগাও

আগা, আগাস

 

অতীত

সাধারণ

আগাল

আগালেন

আগালেন

আগালে

আগালি

আগালাম

নিত্যবৃত্ত

আগাত

আগাতেন

আগাতেন

আগাতে

আগাতি, আগাতিস

আগাতাম

ঘটমান

আগাচ্ছিল

আগাচ্ছিলেন

আগাচ্ছিলেন

আগাচ্ছিলে

আগাচ্ছিলি

আগাচ্ছিলাম

পুরাঘটিত

এগিয়েছিল

এগিয়েছিলেন

এগিয়েছিলেন

এগিয়েছিলে

এগিয়েছিলি

এগিয়েছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

আগাবে

আগাবেন

আগাবেন

আগাবে

আগাবি

আগাব

ঘটমান

আগাতে থাকবে

আগাতে থাকবেন

আগাতে থাকবেন

আগাতে থাকবে

আগাতে থাকবি

আগাতে থাকব

পুরাঘটিত

এগিয়ে থাকবে

এগিয়ে থাকবেন

এগিয়ে থাকবেন

এগিয়ে থাকবে

এগিয়ে থাকবি

এগিয়ে থাকব

অনুজ্ঞা

আগাইও

আগাবেন

আগাবেন

আগায়ো

আগাবি

 

সাধু রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

আগায়

আগান

আগান

আগাও

আগাস

আগাই

ঘটমান

আগাইতেছে

আগাইতেছেন

আগাইতেছেন

আগাইতেছ

আগাইতেছিস

আগাইতেছি

পুরাঘটিত

আগাইয়াছে

আগাইয়াছেন

আগাইয়াছেন

আগাইয়াছ

আগাইয়াছিস

আগাইয়াছি

অনুজ্ঞা

আগাউক

আগাউন

আগাউন

আগাইও

আগাইস

 

অতীত

সাধারণ

আগাইল

আগাইলেন

আগাইলেন

আগাইলে

আগাইলি

আগাইলাম

নিত্যবৃত্ত

আগাইত

আগাইতেন

আগাইতেন

আগাইতে

আগাইতিস

আগাইতাম

ঘটমান

আগাইতেছিল

আগাইতেছিলেন

আগাইতেছিলেন

আগাইতেছিলে

আগাইতেছিলি

আগাইতেছিলাম

পুরাঘটিত

আগাইয়াছিল

আগাইয়াছিলেন

আগাইয়াছিলেন

আগাইয়াছিলে

আগাইয়াছিলি

আগাইয়াছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

আগাইবে

আগাইবেন

আগাইবেন

আগাইবে

আগাইবি

আগাইব

ঘটমান

আগাইতে থাকিবে

আগাইতে থাকিবেন

আগাইতে থাকিবেন

আগাইতে থাকিবে

আগাইতে থাকিবি

আগাইতে থাকিব

পুরাঘটিত

আগাইয়া থাকিবে

আগাইয়া থাকিবেন

আগাইয়া থাকিবেন

আগাইয়া থাকিবে

আগাইয়া থাকিবি

আগাইয়া থাকিব

অনুজ্ঞা

আগা

আগাইবেন

আগাইবেন

আগাইয়ো

আগাইবি

 

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : আগাইতে, আগাইলে, আগাইয়া।          চলিত রীতি :  আগাতে, আগালে, এগতে, এগলে, এগিয়ে


সূত্র :