অগ্রসর
নামধাতু। সংস্কৃত অগ্রসর শব্দ থেকে এই ক্রিয়ামূল উৎপন্ন হয়েছে।
        গ্র {
অন্‌গ্ (গমন করা) + র (রন), কর্তৃবাচ্য} +
সৃ (গমন করা) + অ (ট), কর্তৃবাচ্য

এর
ভাবগত অর্থ- অগ্রসর হওয়া এই ধাতু থেকে অকর্মক ক্রিয়াপদ বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছে যেমন- অগ্রসরি শিখিধ্বজ রথে/মেঘনাদবধ মাইকেল মধুসূদন দত্ত এই জাতীয় ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদের ব্যবহার গদ্যে লক্ষ্য করা যায় না