অকর্তৃক ক্রিয়
বাক্য গঠনকালে, সংযোজকমূলক ক্রিয়ামূল-জাত শব্দের ব্যবহার করার ক্ষেত্রে কখনো কখনো কর্তা অনুপস্থিত থাকে এবং সংযোজক-মূলক ক্রিয়ামূলজাত শব্দগুচ্ছই একই সাথে ক্রিয়া এবং কর্তার ভূমিকা পালন করে। ফলে এ সকল ক্ষেত্রে প্রত্যক্ষভাবে কর্তাকে খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে পদের বিচারে ওই শব্দগুচ্ছকে বলা হয় অকর্তৃক ক্রিয়া। অকর্তৃক ক্রিয়া স্বয়ংসিদ্ধ রূপে বাক্য গঠন করে। উল্লেখ্য যে সকল বাক্যে কর্তা প্রত্যক্ষভাবে বর্তমান থাকে, সেই বাক্যের ক্রিয়াকে সকর্তৃক ক্রিয়া বলা হয়।

অকর্তৃক ক্রিয়া দুইভাবে ব্যবহৃত হতে পারে।
১. প্রতীয়মান কর্তাযুক্ত অকর্তৃক ক্রিয়া: কখনো কখনো অকর্তৃক ক্রিয়া কোন কর্তার সাথে সম্পর্কিত হয়ে বাক্য গঠন করে। যেমন : গরম লাগছে। এখানে 'গরম লাগছে' অকর্তৃক ক্রিয়া। এই বাক্যটির সাথে যদি কর্তা যুক্ত হয়ে সম্বন্ধবাচক ভাব প্রকাশ করে, তাহলে প্রতীয়মান কর্তার সৃষ্টি হয়। যেমন- তাঁর গরম লাগছে। এই 'তাঁর' শব্দটি 'প্রতীয়মান কর্তা' ।

২. প্রতীয়মান কর্তাহীন ক্রিয়া :
কখনো কখনো  'অকর্তৃক ক্রিয়া'র সাথে কোনো সম্বন্ধবাচক কর্তা যুক্ত হয় না। যেমন- বৃষ্টি পড়ছে, মেঘ করেছে। এ্ক্ষেত্রে বাক্যে প্রতীয়মান কর্তাবিহীন ক্রিয়ার সৃষ্ট হয়।