অল্ (কল) এটি সংস্কৃত কৃৎ-প্রত্যয়। এই প্রত্যয়জাত যে সকল শব্দ তৈরি করে এবং তাদের ভিতর যে সকল শব্দ নতুন পদ তৈরি করে, তার তালিকা নিচে তুলে ধরা হলো।
√কুশ্ (দীপ্তি পাওয়া) +অল (কল)=কোশল √সৃ (গমন করা) +অল (কল)=সরল
√কুশ্ (দীপ্তি পাওয়া) +অল (কল)=কোশল
√সৃ (গমন করা) +অল (কল)=সরল