অল্ (কলচ)
এটি সংস্কৃত কৃৎ-প্রত্যয়।
এই প্রত্যয়ের অল্ (কলচ্) ক এবং চ্ ইৎ হয় এবং অল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। যেমন
 
                          
অন্ (বাঁচা) +অল্ (কলচ)=অনল
                          
কেব (সেবন করা) +অল (কলচ) =কেবল

                           কম্ (ইচ্ছা করা, কামনা করা) +অল (কলচ) =কোমল
                          
কুণ্ড্ (দাহ করা, রক্ষা করা) +অল (কলচ) =কুণ্ডল