অল্
সংস্কৃত ক্রিয়ামূল। একাধিক অর্থে এই ক্রিয়ামূল
ব্যবহৃত হয়। যেমন−
ভাবগত অর্থ হলো-
শোভা।
উৎপন্ন শব্দ−
√অল্
(শোভা) +অক =অলক (চুল)।
ভাবগত অর্থ-
নিবারণ করা।
উৎপন্ন শব্দ−
√অল্
(নিবারণ করা) +
প=অল্প
√অল্
(নিবারণ করা) +ঈক =অলীক (অসত্য,
মিথ্যা)।
√অল্
(নিবারণ করা) +ঈক =অলীক (অমূলক,
অপ্রামাণিক)।