অম্ব (অম্বচ)
এটি সংস্কৃত কৃৎ-প্রত্যয়। গ্রন্থভেদে এর লিখিত রূপের বিভিন্ন রূপ লক্ষ্য করা যায়। যেমন-
ক.
ম্ব (অম্বচ্)। বঙ্গীয় শব্দকোষ। হরিচরণ বন্দ্যোপাধ্যায়
খ.
ম্ব বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান।
গ. অম্বচ্। সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।

এই প্রত্যয়ের (অম্বচ্) চ্ ইৎ হয় এবং অম্ব্ ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। যেমন-
 
কদি (বিবশ করা) +অম্ব (অম্বচ্)=কদম্ব