আমরা ক্রিয়ামূল (নামধাতু, বিশেষ্যজাত) সংস্কৃত আ-Öম্না (অভ্যস্থ হওয়া)=আমলা (বিশেষ্য)>বাংলা Öআমলা>Öআমরা। এর ভাবগত অর্থ হলো- ঈষৎ তাপে ম্লান হওয়া। এই ধাতুজাত অকর্মক ক্রিয়াপদ বাংলাতে কদাচিৎ ব্যবহৃত হয়। যেমন- রৌদ্রে কচি পাতা আমরায়।