অট (অটন)

সংস্কৃত কৃৎপ্রত্যয়। এই প্রত্যয় যুক্ত হওয়ার নির্দেশ বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে দেখা যায়। যেমন-

এই প্রত্যয়ের (অটন)-এর ন ইৎ হয়, এবং অট ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। এই কারণে এই প্রত্যয়কে ট্ (অটন) হিসাবে উল্লেখ করা হবে।

এই প্রত্যয়যোগে উৎপন্ন শব্দের নমুনা: