১
. অ-
১.
অজ-
নিরেট অর্থে- অজমূর্খ
খাঁটি অর্থে- অজপাড়াগাঁ
২.
অঘা-
বোকা অর্থে।
অঘাচণ্ডি,
অঘারাম ইত্যাদি।
৪
. আ-৫
। অনা- না অর্থে। ২. অনা-যমন : ন্কোরা, ন্সেলাই।
৭। ড়্- বাঁকা অর্থে।
যমন : ড়্-কাঠি, ড়্-চোখ ইত্যাদি।
৮। ইতি- ইহা, এই রও অর্থে।
যমন : ইতিকর্তব্য, ইতিকথা, ইতিবৃত্ত ইত্যাদি।
৯। কু- খারাপ অর্থে।
যমন : কুকাজ, কুদিন, কুকথা ইত্যাদি।
১০। দর- অক্প বা ঈষত্ অর্থে-
যমন : দর-কাঁচা, দর-পাকা ইত্যাদি।
১১। নি- না অর্থে।
যমন : নিভাঁজ, নিরেট, নিলাজ, নিখুঁত নিদয় ইত্যাদি।
১২। পাত- ছাটো অর্থে।
যমন : পাতকুয়ো।
১৩। পাতি- ছাটো অর্থে।
যমন : পাতিহাঁস, পাতিলেবু, পাতিকাক ইত্যাদি।
১৪। বি- না অর্থে।
যমন : বিকাল, বিকেল, বিরান, বিবস্ত্র ইত্যাদি।
১৫। ব- না অর্থে।
যমন : ব-টাইম, বহেড।
১৬। ভর- পূর্ণ অর্থে।
যমন : ভরদিন, ভরসাঁঝ, ভরপেট ইত্যাদি।
১৭। ভরা- পূর্ণ অর্থে।
যমন : ভরা-হাঁড়ি, ভরাপাল ইত্যাদি।
১৮। রাম- বড় অর্থে।
যমন : রামবোকা, রামদা, রামছাগল ইত্যাদি।
১৯। স- সক্ েঅর্থে।
যমন : সকাল, সমান, সবুট ইত্যাদি।
২০। সু- উত্তম অর্থে।
যমন : সুদিন, সুসময়, সুনজর, সুনাম ইত্যাদি।
২১। হা- অভাব অর্থে।
যমন : হাভাতে, হাঅন্ন ইত্যাদি।