বিদেশী উপসর্গ
সংস্কৃত, সংস্কৃত থেকে বিবর্তিত বা দেশী উপসর্গ ব্যতীত সকল উপসর্গকে বিদেশী উপসর্গ বলা হয়।

রবি উপসর্গ :
লা : না অর্থে
যেমন : লাজওয়াব, লাওয়ারিস, লাপাত্তা ইত্যাদি
ম : সাধারণ অর্থেম-দরবার, ম-মোক্তার, ম-জনতা ইত্যাদি
খাস :  নির্দিষ্ট অর্থে খাসলোক, খাসমহল, খাসজমি ইত্যাদি

ফারসী উপসর্গ : 
গর : না
, অনুপস্থিত অর্থেযেমন : গররাজি, গরমিল ইত্যাদি
না : অভাব অর্থে যেমন : না-মঞ্জুর, নাচার, নাখোশ ইত্যাদি
নিম্ : ঈষৎ অর্থে যেমন : নিমরাজি, নিমমোল্লা ইত্যাদি
ফি : প্রত্যেক অর্থে যেমন : ফি-রোজ, ফি-দিন, ফি-বছর ইত্যাদি
ব   : সহিত অর্থে যেমন : বমাল, বকলম, বদৌলত ইত্যাদি
বা : সহিত অর্থেযেমন : বামাল, বা-অজু ইত্যাদি
বাজে : তুচ্ছ, নিকৃষ্ট, ফালতু অর্থে যেমন : বাজে কথা, বাজে খরচ, বাজে মাল ইত্যাদি
বে : না অর্থে যেমন : বে-লেহাজ, বেবস্ত্র, বেশরম ইত্যাদি
সে : তিন অর্থে যেমন : সেতার ইত্যাদি
হর : প্রত্যেক অর্থেযেমন : হররোজ, হরদিন ইত্যাদি
    
:
নানা অর্থেযেমন : হরদম, হরকথা, হরেক ইত্যাদি

ম ও খাস আরবি উপসর্গ দুটি ফারসিতেও ব্যবহৃত হয় উপসর্গ দুটি ফারসি বা আরবি থেকে বাঙলাতে চলে এসেছে এই দুটি উপসর্গের উদাহরণ আরবি উপসর্গের সাথে দেওয়া হয়েছেএ কারণে কোনো পৃথক উদাহরণ দেওয়া হলো না

ইংরেজি উপসর্গ :
হাফ
(half) : অর্ধেক অর্থেমন : হাফহাতা, হাফদিন, হাফসেলাই ইত্যাদি
ফুল (full) :  অর্থেযেমন : ফুলসার্ট, ফুলমোজা ইত্যাদি
হেড (head) : প্রধান অর্থে মন : পণ্ডিত, হেডমাষ্টার ইত্যাদি
সাব (sub) : অধীন উপ অর্থে যেমন : সাবজজ, সাব ডেপুটি ইত্যাদি