বিদেশী প্রত্যয়


সংস্কৃত ও দেশী প্রত্যয় ছাড়া সকল প্রত্যয়কে বিদেশী প্রত্যয় হিসাবে বিবেচনা করা হয়। বিভিন্ন ভাষার নিজস্ব পরিমণ্ডলে প্রত্যয় নিজস্ব প্রকৃতি অনুসারে ব্যবহৃত হয়। বাংলায় আগত বিদেশী শব্দগুলো কোন রীতিতে গঠিত হয়েছে, তা বাংলা ব্যাকরণের বিষয় নয়। তাই বাংলা ভাষায় বিদেশী শব্দ আস্ত শব্দ হিসেবেই গৃহীত হয়। এই সকল শব্দ বাংলায় প্রবেশের পর উচ্চারণগত এবং লিপ্যন্তরের বিচারে নানা রূপ লাভ করে থাকে। কিন্তু এমন কিছু শব্দ রয়েছে, যেগুলোতে বিদেশী ভাষার অনুকরণে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে এবং সেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এই জাতীয় শব্দ মিশ্র রীতিতে তৈরি হলেও, দীর্ঘদিন ধরে বাংলাতে ব্যবহৃত হওয়ার কারণে, বাংলা শব্দে তৈরি হয়েছে। হয়তো মূল বিদেশী ভাষায় এই প্রত্যয় ব্যবহৃত হয়, তার সাথে ব্যাকরণের বিদেশী তদ্ধিত প্রত্যয়ের মিলই নেই।

বাংলা ভাষায় ব্যবহৃত এই জাতীয় শব্দের গঠন প্রণালীতে বিদেশী প্রত্যয় ব্যবহৃত হয় এবং যা সংস্কৃত বা দেশী নয়। এই জাতীয় প্রত্যয়গুলোর ভিতরে তদ্ধিত প্রত্যয়গুলোকে বিদেশী তদ্ধিত প্রত্যয় বলা হয়। নিচে এই জাতীয় প্রত্যয়ের তালিকা তুলে ধরা হলো।