বিন্ (বিনি)
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।

এই প্রত্যয় বিদ্যামান আছে অর্থ প্রকাশ করে। যেমন-
    ঊর্জস্ (বল) +বিন্ (বিনিচ্)=ঊর্জস্বী