বৎ (বতুপ)
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত শব্দের সূত্রে এই প্রত্যয়টি বাংলা ব্যাকরণে প্রবেশ করেছে। বিভিন্ন বাংলা ব্যাকরণ এবং অভিধানে এই প্রত্যয়টি বিভিন্নভাবে পাওয়া যায়। কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থে ব্যবহৃত নমুনা নিচে তুলে ধরা হলো

এই গ্রন্থে এই প্রত্যয়টিকে বৎ (বতুপ) হিসাবে ব্যবহার করা হয়েছে।

১. এই প্রত্যয় যুক্ত হলে শব্দের সাথে বান বা বৎ যুক্ত হয়। যেমন-
                   গুণ +
বৎ (বতুপ) =গুণবান

২. কিম্ এবং ইদম্ শব্দের পরে এই প্রত্যয় যুক্ত হলে- কিয়ৎ এবং ইয়ৎ নিপাতনে সৃষ্টি হয়। যেমন-
             কিম্ +
বৎ (বতুপ) =কিয়ৎ
             ইদম্ +বৎ (বতুপ) =ইয়ৎ

 

এই প্রত্যয়্যুক্ত শব্দগুলী হলো-