ছল
বাংলা নাম ধাতু। সংস্কৃত ছল {ছো (ছেদন)+ অল (কলচ), কর্তৃবাচ্য}। বাংলায় এই শব্দটি ক্রিয়ামূলে পরিবর্তিত হয়ে হয়েছে ছল্। এর ভাবগত অর্থ প্রতারিত করা। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা নিচে দেওয়া হলো।

 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ ছলে ছলেন ছলেন ছল ছলি ছলি
ঘটমান ছলছে ছলছেন ছলছেন ছলছ ছলছিস ছলছি
পুরাঘটিত ছলেছে ছলেছেন ছলেছেন ছলেছ ছলেছিস ছলেছি
অনুজ্ঞা ছলু ছলুন ছলুন ছল ছল  
অতীত সাধারণ ছলল ছললেন ছললেন ছললে ছললি ছললাম
নিত্যবৃত্ত ছলত ছলতেন ছলতেন ছলতে ছলতি ছলতাম
ঘটমান ছলছিল ছলছিলেন ছলছিলেন ছলছিলে ছলছিলি ছলছিলাম
পুরাঘটিত ছলেছিল ছলেছিলেন ছলেছিলেন ছলেছিলে ছলেছিলি ছলেছিলাম
ভবিষ্যৎ সাধারণ ছলবে ছলবেন ছলবেন ছলবে ছলবি ছলব
ঘটমান ছলতে থাকবে ছলতে থাকবেন ছলতে থাকবেন ছলতে থাকবে ছলতে থাকবি ছলতে থাকব
পুরাঘটিত ছলে থাকবে ছলে থাকবেন ছলে থাকবেন ছলে থাকবে ছলে থাকবি ছলে থাকব
অনুজ্ঞা ছলবে ছলবেন ছলবেন ছলো লিস  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ ছলে ছলেন ছলেন ছল ছলিস ছলি
ঘটমান ছলিতেছে ছলিতেছেন ছলিতেছেন ছলিতেছ ছলিতেছিস ছলিতেছি
পুরাঘটিত ছলিয়াছে ছলিয়াছেন ছলিয়াছেন ছলিয়াছ ছলিয়াছিস ছলিয়াছি
অনুজ্ঞা ছলুক ছলুন ছলুন ছল ছল  
অতীত সাধারণ ছলিল ছলিলেন ছলিলেন ছলিলে ছলিলি ছলিলাম
নিত্যবৃত্ত ছলিত ছলিতেন ছলিতেন ছলিতে ছলিতিস ছলিতাম
ঘটমান ছলিতেছিল ছলিতেছিলেন ছলিতেছিলেন ছলিতেছিলে ছলিতেছিলি ছলিতেছিলাম
পুরাঘটিত ছলিয়াছিল ছলিয়াছিলেন ছলিয়াছিলেন ছলিয়াছিলে ছলিয়াছিলি ছলিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ ছলিবে ছলিবেন ছলিবেন ছলিবে ছলিবি ছলিব
ঘটমান ছলিতে থাকিবে ছলিতে থাকিবেন ছলিতে থাকিবেন ছলিতে থাকিবে ছলিতে থাকিবি ছলিতে থাকিব
পুরাঘটিত ছলিয়া থাকিবে ছলিয়া থাকিবেন ছলিয়া থাকিবেন ছলিয়া থাকিবে ছলিয়া থাকিবি ছলিয়া থাকিব
অনুজ্ঞা লিবে ছলিবেন ছলিবেন ছলিয়ো ছলি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : ছলিতে, ছলিলে, ছলিয়া।          লিত রীতি :  ছলতে, ছললে, ছলে