ছল
বাংলা নাম ধাতু।
সংস্কৃত ছল {√ছো
(ছেদন)+ অল (কলচ), কর্তৃবাচ্য}। বাংলায় এই শব্দটি ক্রিয়ামূলে পরিবর্তিত হয়ে হয়েছে
√ছল্।
এর ভাবগত অর্থ প্রতারিত করা। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা নিচে
দেওয়া হলো।
চলিত রূপ | |||||||
কালের নাম | নাম পুরুষ | মধ্যম | উত্তম | ||||
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি | ||
বর্তমান | সাধারণ | ছলে | ছলেন | ছলেন | ছল | ছলিস | ছলি |
ঘটমান | ছলছে | ছলছেন | ছলছেন | ছলছ | ছলছিস | ছলছি | |
পুরাঘটিত | ছলেছে | ছলেছেন | ছলেছেন | ছলেছ | ছলেছিস | ছলেছি | |
অনুজ্ঞা | ছলুক | ছলুন | ছলুন | ছল | ছল | ||
অতীত | সাধারণ | ছলল | ছললেন | ছললেন | ছললে | ছললি | ছললাম |
নিত্যবৃত্ত | ছলত | ছলতেন | ছলতেন | ছলতে | ছলতি | ছলতাম | |
ঘটমান | ছলছিল | ছলছিলেন | ছলছিলেন | ছলছিলে | ছলছিলি | ছলছিলাম | |
পুরাঘটিত | ছলেছিল | ছলেছিলেন | ছলেছিলেন | ছলেছিলে | ছলেছিলি | ছলেছিলাম | |
ভবিষ্যৎ | সাধারণ | ছলবে | ছলবেন | ছলবেন | ছলবে | ছলবি | ছলব |
ঘটমান | ছলতে থাকবে | ছলতে থাকবেন | ছলতে থাকবেন | ছলতে থাকবে | ছলতে থাকবি | ছলতে থাকব | |
পুরাঘটিত | ছলে থাকবে | ছলে থাকবেন | ছলে থাকবেন | ছলে থাকবে | ছলে থাকবি | ছলে থাকব | |
অনুজ্ঞা | ছলবে | ছলবেন | ছলবেন | ছলো | ছলিস | ||
সাধু রূপ | |||||||
কালের নাম | নাম পুরুষ | মধ্যম | উত্তম | ||||
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি | ||
বর্তমান | সাধারণ | ছলে | ছলেন | ছলেন | ছল | ছলিস | ছলি |
ঘটমান | ছলিতেছে | ছলিতেছেন | ছলিতেছেন | ছলিতেছ | ছলিতেছিস | ছলিতেছি | |
পুরাঘটিত | ছলিয়াছে | ছলিয়াছেন | ছলিয়াছেন | ছলিয়াছ | ছলিয়াছিস | ছলিয়াছি | |
অনুজ্ঞা | ছলুক | ছলুন | ছলুন | ছল | ছল্ | ||
অতীত | সাধারণ | ছলিল | ছলিলেন | ছলিলেন | ছলিলে | ছলিলি | ছলিলাম |
নিত্যবৃত্ত | ছলিত | ছলিতেন | ছলিতেন | ছলিতে | ছলিতিস | ছলিতাম | |
ঘটমান | ছলিতেছিল | ছলিতেছিলেন | ছলিতেছিলেন | ছলিতেছিলে | ছলিতেছিলি | ছলিতেছিলাম | |
পুরাঘটিত | ছলিয়াছিল | ছলিয়াছিলেন | ছলিয়াছিলেন | ছলিয়াছিলে | ছলিয়াছিলি | ছলিয়াছিলাম | |
ভবিষ্যৎ | সাধারণ | ছলিবে | ছলিবেন | ছলিবেন | ছলিবে | ছলিবি | ছলিব |
ঘটমান | ছলিতে থাকিবে | ছলিতে থাকিবেন | ছলিতে থাকিবেন | ছলিতে থাকিবে | ছলিতে থাকিবি | ছলিতে থাকিব | |
পুরাঘটিত | ছলিয়া থাকিবে | ছলিয়া থাকিবেন | ছলিয়া থাকিবেন | ছলিয়া থাকিবে | ছলিয়া থাকিবি | ছলিয়া থাকিব | |
অনুজ্ঞা | ছলিবে | ছলিবেন | ছলিবেন | ছলিয়ো | ছলিস | ||
অসমাপিকা ক্রিয়া : সাধু রীতি : ছলিতে, ছলিলে, ছলিয়া। চলিত রীতি : ছলতে, ছললে, ছলে |