চম্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- দীপ্তি পাওয়া, আহ্লাদিত হওয়া। এই ক্রিয়ামূল থেকে যে সকল শব্দ তৈরি হয়, তাদের ভিতর থেকে বাংলায় ব্যবহৃত শব্দের তালিকা নিচে তুলে ধরা হলো।
দীপ্তি পাওয়া অর্থে
√চন্দ্ (দীপ্তি পাওয়া)+র (রক্) =চন্দ্র

আহ্লাদিত হওয়া অর্থে
√চন্দ্ (আহ্লাদিত হওয়া)+ অন্ (অনট) =চন্দন

এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু হলো-√চন্দি {√চন্দ্ (আহ্লাদিত হওয়া) +ণিচ}।
দেখুন : চন্দি।