(ক্রিয়ামূল)
সংস্কৃত Öদহ্ >বাংলা Öদহ্>বাংলা Ö
ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো  দহন করা এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয় সূত্রানুসারে এই ধাতুজাত ক্রিয়াপদের পূর্ণতালিকা তৈরি করা সম্ভব হলেও, বাস্তবে এর অধিকাংশ ক্রিয়াপদের ব্যবহার লক্ষ্য করা যায় নানিচে এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা দেওয়া হলো
 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ দয় দন দন দও দই
ঘটমান দইছে, দচ্ছে দইছেন, দচ্ছেন দইছেন, দচ্ছেন দইছ, দচ্ছ দইছিস, দচ্ছিস দইছি, দচ্ছি
পুরাঘটিত দয়েছে দয়েছেন দয়েছেন দয়েছ দয়েছিস দয়েছি
অনুজ্ঞা দক দন দন দও , দস  
অতীত সাধারণ দইল, দইলেন, লেন দইলেন, লেন দইলে, লে দইলি, লি দইলাম, লাম
নিত্যবৃত্ত দইত, দইতেন, তেন দইতেন, তেন দইতে, তে দইতি, তি দইতাম, তাম
ঘটমান দইছিল, দচ্ছিল দইছিলেন, দচ্ছিলেন দইছিলেন, দচ্ছিলেন দইছিলে, দচ্ছিলে দইছিলি, দচ্ছিলি দইছিলাম. দচ্ছিলাম
পুরাঘটিত য়েছিল দয়েছিলেন দয়েছিলেন দয়েছিলে দয়েছিলি দয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ দইবে, দবে দইবেন, দবেন দইবেন, দবেন দইবে, দবে দইবি, দবি দইব, দব
ঘটমান দইতে থাকবে
তে থাকবে
দইতে থাকবেন
তে থাকবেন
দইতে থাকবেন
তে থাকবেন
দইতে থাকবে
তে থাকবে
দইতে থাকবি
তে থাকবি
তে থাকব
তে থাকব
পুরাঘটিত য়ে থাকবে য়ে থাকবেন য়ে থাকবেন য়ে থাকবে য়ে থাকবি য়ে থাকব
অনুজ্ঞা দইবে, বে দইবেন, দবেন দইবেন, দবেন দইও,  

অসমাপিকা ক্রিয়া :          চলিত রীতি :  দইতে, দতে, দইলে, দলে, দইয়া, দয়ে