দ্বন্দ্ব সমাস
ব্যাকরণে বর্ণিত একটি পারিভাষিক শব্দ বিশেষ। যে সমাসে দুই বা ততোধিক পদ মিলিত হয়ে একপদ হয় এবং পূর্বপদ ও পরপদ উভয়েরই প্রাধান্য থাকে,
তাকে দ্বন্দ্ব সমাস বলে।
দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য
- দ্বন্দ্ব সমাসে সংযোজক
অব্যয় লুপ্ত থাকে। যেমন-
হাট
ও বাজার=হাটবাজার; তরু ও লতা=তরুলতা।
- সংযোজক অব্যয় [ও] লুপ্ত হওয়ার কারণে, উভয়পদ একটি পদে
পরিণত হয়। লিখিত আকারে প্রকাশের সময় এই মিলিত রূপটির ভিতরে কখনো কখনো হাইফেন
ব্যবহৃত হতে পারে। যেমন- বাপ ও মা= বাপমা বা বাপ-মা।
- এই সমাসের পদ দুই বা ততোধিক হতে পারে। দুই শব্দের
দ্বারা গঠিত দ্বন্দ্ব সমাসকে সাধারণ রূপ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু দুইয়ের
অধিক পদের সমাস হলে তাকে বহুপদী সমাস বলা হয়।
দ্বন্দ্ব সমাসে
সিদ্ধ শব্দাবলীর অর্থগত প্রকৃতির বিচারে- দ্বন্দ্ব সমাসকে
। এই
ভাগগুলি হলো-
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8