এগা
ক্রিয়ামূল (নামধাতু, বিশেষণজাত)
সংস্কৃত অগ্র>প্রাকৃত অগ্গ>বাংলা আগ (বিশেষণ) +আ=Öআগা>Öএগ
এর ভাবগত অর্থ হলো- অগ্রগমন করা
এটি একটি অসম্পূর্ণ ধাতু এর পূরকধাতু
Öআগা  চলিত রীতির পুরাঘটিত কালে এর পূরক ধাতু হিসাবে Öএগা ব্যবহৃত হয়। অন্য ঘরগুলো আগা ক্রিয়ামূলজাত ক্রিয়াপদ দ্বারা পূরণ হয়।
গণ:
১.২.১.২.৫.১.১.১ অসম্পূর্ণ।
 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ            
ঘটমান            
পুরাঘটিত এগিয়েছে এগিয়েছেন এগিয়েছেন এগিয়েছ এগিয়েছিস এগিয়েছি
অনুজ্ঞা            
অতীত সাধারণ            
নিত্যবৃত্ত            
ঘটমান            
পুরাঘটিত এগিয়েছিল এগিয়েছিলেন এগিয়েছিলেন এগিয়েছিলে এগিয়েছিলি এগিয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ            
ঘটমান            
পুরাঘটিত এগিয়ে
থাকবে
এগিয়ে
থাকবেন
এগিয়ে
থাকবেন
এগিয়ে
থাকবে
এগিয়ে
থাকবি
এগিয়ে
থাকব
অনুজ্ঞা            

সমাপিকা ক্রিয়া :          চলিত রীতি :  এগতে, এগলে, এগিয়ে