গুণ
. সংস্কৃত এর ভাবগত অর্থ হলো- অভ্যাস করা, পূরণ করা এই ি ি করে, তার তালিকা তুলে ধরা হলো যেমন-

            অভ্যাস করা অর্থে-    গুণ্ (অভ্যাস করা) + অ (অচ্)=গুণ
            পূরণ করা অর্থে-
      
গুণ্ (পূরণ করা) + অক=গুণক
                                      
গুণ্ (পূরণ করা) + অনীয়=গুণনীয়

এই ধাতুজাত ণিজন্ত গুণি {গুণ্ +ণিচ} দেখুন : গুণি

. সংস্কৃতজাত বাংলা ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল।
সংস্কৃত
গুণ্ > গুণ্
এর ভাবগত অর্থ হলো- গণনা করা
এই ধাতুজাত সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়ে থাকে
প্রযোজক ক্রিয়ামূল: গুণ {গুণ +আ}

 নিচে এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা নিচে তুলে ধরা হলো

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ গুনে গুনেন গুনেন গুন গুনি গুনি
ঘটমান গুনছে গুনছেন গুনছেন গুনছ গুনছিস গুনছি
পুরাঘটিত গুনেছে গুনেছেন গুনেছেন গুনেছ গুনেছিস গুনেছি
অনুজ্ঞা গুনু গুনুন গুনুন গুনো গুন, গুনিস  
অতীত সাধারণ গুনল গুনলেন গুনলেন গুনলে গুনলি গুনলাম
নিত্যবৃত্ত গুনত গুনতেন গুনতেন গুনতে গুনতি গুনতাম
ঘটমান গুনছিল গুনছিলেন গুনছিলেন গুনছিলে গুনছিলি গুনছিলাম
পুরাঘটিত গুনেছিল গুনেছিলেন গুনেছিলেন গুনেছিলে গুনেছিলি গুনেছিলাম
ভবিষ্যৎ সাধারণ গুনবে গুনবেন গুনবেন গুনবে গুনবি গুনব
ঘটমান গুনতে থাকবে গুনতে থাকবেন গুনতে থাকবেন গুনতে থাকবে গুনতে থাকবি গুনতে থাকব
পুরাঘটিত গুনে থাকবে গুনে থাকবেন গুনে থাকবেন গুনে থাকবে গুনে থাকবি গুনে থাকব
অনুজ্ঞা গুনবে গুনবেন গুনবেন গুনো গুনবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ গুনে গুনেন গুনেন গুন গুনিস গুনি
ঘটমান গুনিতেছে গুনিতেছেন গুনিতেছেন গুনিতেছ গুনিতেছিস গুনিতেছি
পুরাঘটিত গুনিয়াছে গুনিয়াছেন গুনিয়াছেন গুনিয়াছ গুনিয়াছিস গুনিয়াছি
অনুজ্ঞা গুনুক গুনুন গুনুন গুনো গুনিস  
অতীত সাধারণ গুনিল গুনিলেন গুনিলেন গুনিলে গুনিলি গুনিলাম
নিত্যবৃত্ত গুনিত গুনিতেন গুনিতেন গুনিতে গুনিতিস গুনিতাম
ঘটমান গুনিতেছিল গুনিতেছিলেন গুনিতেছিলেন গুনিতেছিলে গুনিতেছিলি গুনিতেছিলাম
পুরাঘটিত গুনিয়াছিল গুনিয়াছিলেন গুনিয়াছিলেন গুনিয়াছিলে গুনিয়াছিলি গুনিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ গুনিবে গুনিবেন গুনিবেন গুনিবে গুনিবি গুনিব
ঘটমান গুনিতে থাকিবে গুনিতে থাকিবেন গুনিতে থাকিবেন গুনিতে থাকিবে গুনিতে থাকিবি গুনিতে থাকিব
পুরাঘটিত গুনিয়া থাকিবে গুনিয়া থাকিবেন গুনিয়া থাকিবেন গুনিয়া থাকিবে গুনিয়া থাকিবি গুনিয়া থাকিব
অনুজ্ঞা ুনিবে গুনিবেন গুনিবেন গুনিয়ো গুনিবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : গুনিতে, গুনিলে, গুনিয়া।          চলিত রীতি :  গুনতে, গুনলে, গুনে