হ্যাদা
ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল।
উৎস: দেশী
গণ: স্বরান্ত, প্রযোজক, সম্পূর্ণ, হ্যাদা-আদি গণ
হেদ্ (উৎকণ্ঠিত হওয়া, ব্যাকুল হওয়া)+আ=হ্যাদা। এর ভাবগত অর্থ উৎকণ্ঠা হ‌ওয়া ।
 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ হ্যাদা হ্যাদান হ্যাদান হ্যাদা হ্যাদা, হ্যাদাস হ্যাদাই
ঘটমান হ্যাদাচ্ছে হ্যাদাচ্ছেন হ্যাদাচ্ছেন হ্যাদাচ্ছ হ্যাদাচ্ছিস হ্যাদাচ্ছি
পুরাঘটিত আঁকিয়েছে আঁকিয়েছেন আঁকিয়েছেন আঁকিয়েছ আঁকিয়েছিস আঁকিয়েছি
অনুজ্ঞা হ্যাদাক হ্যাদান হ্যাদান হ্যাদাও হ্যাদা, হ্যাদাস  
অতীত সাধারণ হ্যাদাল হ্যাদালেন হ্যাদালেন হ্যাদালে হ্যাদালি হ্যাদালাম
নিত্যবৃত্ত হ্যাদাত হ্যাদাতেন হ্যাদাতেন হ্যাদাতে হ্যাদাতি, হ্যাদাতিস হ্যাদাতাম
ঘটমান হ্যাদাচ্ছিল হ্যাদাচ্ছিলেন হ্যাদাচ্ছিলেন হ্যাদাচ্ছিলে হ্যাদাচ্ছিলি হ্যাদাচ্ছিলাম
পুরাঘটিত আঁকিয়েছিল আঁকিয়েছিলেন আঁকিয়েছিলেন আঁকিয়েছিলে আঁকিয়েছিলি আঁকিয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ হ্যাদাবে হ্যাদাবেন হ্যাদাবেন হ্যাদাবে হ্যাদাবি হ্যাদাব
ঘটমান হ্যাদাতে থাকবে হ্যাদাতে থাকবেন হ্যাদাতে থাকবেন হ্যাদাতে থাকবে হ্যাদাতে থাকবি হ্যাদাতে থাকব
পুরাঘটিত আঁকিয়ে থাকবে আঁকিয়ে থাকবেন আঁকিয়ে থাকবেন আঁকিয়ে থাকবে আঁকিয়ে থাকবি আঁকিয়ে থাকব
অনুজ্ঞা হ্যাদাইও হ্যাদাবেন হ্যাদাবেন হ্যাদায়ো হ্যাদাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ হ্যাদায় হ্যাদান হ্যাদান হ্যাদাও হ্যাদাস হ্যাদাই
ঘটমান হ্যাদাইতেছে হ্যাদাইতেছেন হ্যাদাইতেছেন হ্যাদাইতেছ হ্যাদাইতেছিস হ্যাদাইতেছি
পুরাঘটিত হ্যাদাইয়াছে হ্যাদাইয়াছেন হ্যাদাইয়াছেন হ্যাদাইয়াছ হ্যাদাইয়াছিস হ্যাদাইয়াছি
অনুজ্ঞা হ্যাদাক হ্যাদান হ্যাদান হ্যাদাও হ্যাদা/হ্যাদাস  
অতীত সাধারণ হ্যাদাইল হ্যাদাইলেন হ্যাদাইলেন হ্যাদাইলে হ্যাদাইলি হ্যাদাইলাম
নিত্যবৃত্ত হ্যাদাইত হ্যাদাইতেন হ্যাদাইতেন হ্যাদাইতে হ্যাদাইতিস হ্যাদাইতাম
ঘটমান হ্যাদাইতেছিল হ্যাদাইতেছিলেন হ্যাদাইতেছিলেন হ্যাদাইতেছিলে হ্যাদাইতেছিলি হ্যাদাইতেছিলাম
পুরাঘটিত হ্যাদাইয়াছিল হ্যাদাইয়াছিলেন হ্যাদাইয়াছিলেন হ্যাদাইয়াছিলে হ্যাদাইয়াছিলি হ্যাদাইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ হ্যাদাইবে হ্যাদাইবেন হ্যাদাইবেন হ্যাদাইবে হ্যাদাইবি হ্যাদাইব
ঘটমান হ্যাদাইতে থাকিবে হ্যাদাইতে থাকিবেন হ্যাদাইতে থাকিবেন হ্যাদাইতে থাকিবে হ্যাদাইতে থাকিবি হ্যাদাইতে থাকিব
পুরাঘটিত হ্যাদাইয়া থাকিবে হ্যাদাইয়া থাকিবেন হ্যাদাইয়া থাকিবেন হ্যাদাইয়া থাকিবে হ্যাদাইয়া থাকিবি হ্যাদাইয়া থাকিব
অনুজ্ঞা হ্যাদাই হ্যাদাইবেন হ্যাদাইবেন হ্যাদাইয়ো হ্যাদাইবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : হ্যাদাইতে, হ্যাদাইলে, হ্যাদাইয়া।          চলিত রীতি :  হ্যাদাতে, হ্যাদালে, আঁকিয়ে