হেল্
সংস্কৃত ক্রিয়ামূল।
এর
ভাবগত অর্থ হলো−হেলে
পড়া।
এই
ক্রিয়ামূলজাত অকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়। যেমন−
কাৎ হওয়া অর্থে- গাছটি হেলে পড়েছে।
বিচলিত হয়ে আত্মসমর্পণ করা অর্থে- কর্তৃপক্ষের চাপের মুখে আবার হেলে পড়ো না।