ই (ইচ্)
সংস্কৃত কৃৎপ্রত্যয়। এই প্রত্যয় যুক্ত হলে- ক্রিয়ামূলের শেষ বর্ণের সাথে ই-ধ্বনি যুক্ত হয়। যেমন-
                    
কুট্ (ছেদন করা) +ই (ই) =কুটি।