ই (প্রত্যয়)
১.
ই
(বাংলা, তদ্ধিত)
বাংলা তদ্ধিত প্রত্যয়। এই প্রত্যয় শব্দের সাথে যুক্ত হয় অবস্থা ও ভাব প্রকাশ করে।
যেমন-
১.১. অধিকারভুক্ত অর্থে- অংশীদার +ই=অংশীদারি,
১.২. জাতি অর্থে - জাপান +ই =জাপানি, তুর্ক +ই=তুর্কি
১.৩. ভাষা অর্থে - জাপান +ই =জাপানি, তুর্ক +ই=তুর্কি
১.৪. বৃত্তি অর্থে- পেশাদার +ই=পেশাদারি।
এই জাতীয় অন্যান্য শব্দাবলী : অধ্যাপকি
১.৫. থাকা অর্থে =দরকার +ই=দরকারি, করোট +ই=করোটি
২. ই (কৃৎ প্রত্যয়, সংস্কৃত)
ই (ই)
সংস্কৃত কৃৎপ্রত্যয়। এই প্রত্যয় যুক্ত হলে- ক্রিয়ামূলের শেষ বর্ণের সাথে ই-ধ্বনি
যুক্ত হয়। যেমন-
√কুট্ (ছেদন করা) +ই (ই) =কুটি।
Öখন্ (খনন করা) +ই (ই)=খনি√রু (শব্দ করা) + ই (ই), =রবি