ইক (ঠক)  
সংস্কৃত তদ্ধিত 
প্রত্যয়। 
সাধারণভাবে প্রচলিত ব্যাকরণ বইগুলি বা 
সরল বাঙ্গালা ভাষার অভিধান 
(সুবলচন্দ্র মিত্র) 
মতো- অভিধানে এই প্রত্যয়কে 'ষ্ণিক' হিসাবে উল্লেখ করা হয়। কিন্তু বাস্তবে দেখা যায়- 
এই প্রত্যয়টি ঢালাওভাব 
'ষ্ণিক' 
নামে চালানো যায় না। এই গ্রন্থে এই প্রত্যয়কে ইক (ঠক) হিসেবে উল্লেখ করা হলো। 
এই প্রত্যয় যে সকল শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, তাদের ভিতর থেকে 
বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের তালিকা নিচে দেওয়া হলো।
অণুবীক্ষণ + ইক (ঠক্)=আণবিক
অন্তঃপুর + ইক (ঠক্) =অন্তঃপুরিক