ইক (ঠঞ্) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এই প্রত্যয় যে সকল শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, তাদের ভিতর থেকে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের তালিকা নিচে দেওয়া হলো।
অধুনা+ইক (ঠঞ্)=আধুনিক অহন +ইক (ঠঞ্)=আহ্নিক কল্পনা +ইক (ঠঞ্)= কাল্পনিক
অধুনা+ইক (ঠঞ্)=আধুনিক
অহন +ইক (ঠঞ্)=আহ্নিক
কল্পনা +ইক (ঠঞ্)= কাল্পনিক