ইত (ইতচ)
১. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। গ্রন্থভেদে এর লিখিত রূপের বিভিন্ন রূপ লক্ষ্য করা যায়। যেমন-
. ইত (ইতচ্) । বঙ্গীয় শব্দকোষ/ি বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান
. ইত । সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।

এই গ্রন্থে (ই) হিসাবে প্রত্যয়টি গ্রহণ করা হয়েছে। এই প্রত্যয় চ্ ইৎ হয় এবং শব্দমূলের সাথে ইত যুক্ত হয়। যেমন-

কলঙ্ক +ইত (ইতচ্)=কলঙ্কিত
গর্ব++ইত (ইতচ্)=গর্বিত


এই প্রত্যয়যোগে যে সকল পদ তৈরি হয়, তার তালিকা নিচে তুলে ধরা হলো-
কলঙ্ক>কলঙ্কিত,
কলুষ>কলুষিত।

 

২.  বাংলা কৃৎপ্রত্যয় প্রত্যয়। এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে, তার তালিকা নিচে দেওয়া হলো।
                      
Öগচ্ছ (গছানো, জমা করা)+ইত।