ক বিভক্তি
প্রাচীন বাংলায় ব্যবহৃত বিভক্তি চিহ্ন।
কর্মকরকে দ্বিতীয়া
বিভক্তি : মতিএঁ ঠাকুরক পরিনুবিত্তা/চর্যাপদ
সম্প্রদান
কারকে চতুর্থী বিভক্তি : বিহিক ডারলি/বিদ্যাপতি।
নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি : পুষ্প তুলিবাক গেলা/শূন্যপুরাণ
অপেক্ষা অর্থে
পঞ্চমী বিভক্তি : পদ্মক অধিক যার চরণ কোমল/সূত্র : বঙ্গীয় শব্দকোষ।
ষষ্ঠী বিভক্তিতে : হ্মাক
বিয়া, তাহ্মাক ঘর।