ক (প্রত্যয়)
১.
ক্রিয়ান্তে ব্যবহৃত প্রত্যয় বা সুনির্দিষ্টতা প্রতিষ্ঠায় ব্যবহৃত ক। যেমন বসিবেক, খাবেক

২. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এই প্রত্যয় যে সকল শব্দের সাথে যুক্ত হয়ে, নতুন পদ তৈরি করে, তার তালিকা দেওয়া হলো।
                              
গতি +ক =গতিক

৩. যয়।
এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে, নতুন পদ তৈরি করে, তার তালিকা দেওয়া হলো।
                              
কল্ (আশ্রয় করা) + ক=কল্ক
                              
খিল (অসীম)+ক =ি