কাশ
সংস্কৃত ক্রিয়ামূল থেকে উৎপন্ন বাংলা ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- প্রকাশ, দীপ্তি। এই ক্রিয়ামূল থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়,সেগুলো হলো- আকাশ, কাশি, কাশিকা, কাশী, কাষ্ঠ, প্রকাশ ইত্যাদি।