ক্ষালি
সংস্কৃত ক্রিয়ামূল (ণিজন্ত) ক্ষালি >বাংলা ক্ষালি
               ক্ষালি {ক্ষল (ধৌত করা) +ই (ণিচ)}

এর ভাবগত অর্থ হলো ধৌত করা এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন পদ বাংলাতে ব্যবহৃত হয় যেমন

                 ক্ষালি (ধৌত করা) + অন্ (ল্যুট)=ক্ষালন
                
ক্ষালি (ধৌত করা) + ত (ক্ত)=ক্ষালিত