খণ্ডা সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- খণ্ডন করা। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়। যেমন− ঈশ্বরের ইচ্ছা যাহা খণ্ডাইতে নারি/কাশীদাসী মহাভারত।