কশ
১. সংস্কৃত ক্রিয়ামূল। এই ধাতুর ভাবগত অর্থ হলো আঘাত করা, শব্দ করা, গমন করা এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন যে সকল পদ বাংলাতে ব্যবহৃত হয়ে থাকে, তার নমুনা নিচে দেওয়া হলো।

                        বিশেষ্য   Öকশ্ (শব্দ করা) +অ (অচ্) +আ=কশা
           
            বিশেষ্য   নিস্- Öকশ্ (গমন করা) +অ (ঘঞ্) =নিষ্কাশ
                                     
Öকশ্ (আঘাত করা, শাসন করা, শব্দ করা) + =কশ্য

. সংস্কৃত ক্রিয়ামূল থেকে উৎপন্ন বাংলা ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল।
সংস্কৃত
Öষ্ (শব্দ করা)>বাংলা Öকষ্>Öকশ্

এর ভাবগত অর্থ হলো নিপীড়িত হওয়া, ঘর্ষণ করা, টেনে বাঁধা, অঙ্ক করা এই ক্রিয়ামূলজাত সকর্মক ক্রিয়াপদ বাংলায় ব্যবহৃত হয় পূর্বোক্ত সকল অর্থেই ক্রিয়াপদ তৈরি হয় নিচে এই ক্রিয়ামূলজাত ক্রিয়াপদের তালিকা দেখানো হলো

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ কশে কশেন কশেন কশ কশি কশি
ঘটমান কশছে কশছেন কশছেন কশছ কশছিস কশছি
পুরাঘটিত কশেছে কশেছেন কশেছেন কশেছ কশেছিস কশেছি
অনুজ্ঞা কশু কশুন কশুন কশ কশ  
অতীত সাধারণ কশল কশলেন কশলেন কশলে কশলি কশলাম
নিত্যবৃত্ত কশত কশতেন কশতেন কশতে কশতি কশতাম
ঘটমান কশছিল কশছিলেন কশছিলেন কশছিলে কশছিলি কশছিলাম
পুরাঘটিত কশেছিল কশেছিলেন কশেছিলেন কশেছিলে কশেছিলি কশেছিলাম
ভবিষ্যৎ সাধারণ কশবে কশবেন কশবেন কশবে কশবি কশব
ঘটমান কশতে থাকবে কশতে থাকবেন কশতে থাকবেন কশতে থাকবে কশতে থাকবি কশতে থাকব
পুরাঘটিত কশে থাকবে কশে থাকবেন কশে থাকবেন কশে থাকবে কশে থাকবি কশে থাকব
অনুজ্ঞা কশবে কশবেন কশবেন কশো শিস  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ কশে কশেন কশেন কশ কশিস কশি
ঘটমান কশিতেছে কশিতেছেন কশিতেছেন কশিতেছ কশিতেছিস কশিতেছি
পুরাঘটিত কশিয়াছে কশিয়াছেন কশিয়াছেন কশিয়াছ কশিয়াছিস কশিয়াছি
অনুজ্ঞা কশুক কশুন কশুন কশ কশ  
অতীত সাধারণ কশিল কশিলেন কশিলেন কশিলে কশিলি কশিলাম
নিত্যবৃত্ত কশিত কশিতেন কশিতেন কশিতে কশিতিস কশিতাম
ঘটমান কশিতেছিল কশিতেছিলেন কশিতেছিলেন কশিতেছিলে কশিতেছিলি কশিতেছিলাম
পুরাঘটিত কশিয়াছিল কশিয়াছিলেন কশিয়াছিলেন কশিয়াছিলে কশিয়াছিলি কশিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ কশিবে কশিবেন কশিবেন কশিবে কশিবি কশিব
ঘটমান কশিতে থাকিবে কশিতে থাকিবেন কশিতে থাকিবেন কশিতে থাকিবে কশিতে থাকিবি কশিতে থাকিব
পুরাঘটিত কশিয়া থাকিবে কশিয়া থাকিবেন কশিয়া থাকিবেন কশিয়া থাকিবে কশিয়া থাকিবি কশিয়া থাকিব
অনুজ্ঞা শিবে কশিবেন কশিবেন কশিয়ো কশি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : কশিতে, কশিলে, কশিয়া।          চলিত রীতি :  কশতে, কশলে, কশে