কঠ
সংস্কৃত ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো–
দুঃখ অনুভব করা,
কৃচ্ছ্র জীবনযাপন করা।
এই
ক্রিয়ামূলের সাথে যে সকল
প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়,
তার ভিতরে যে সকল শব্দ বাংলা
ভাষায় ব্যবহৃত হয়–
তার তালিকা দেওয়া হলো।
√কঠ্ (কৃচ্ছ্র জীবনযাপন করা) +ইন্ (ইনচ্)=কঠিন
√কঠ্ (কৃচ্ছ্র জীবনযাপন করা)+ওর (ওরন)=কঠোর